এতদ্দ্বারা জেলা আইনজীবী সমিতি, পটুয়াখালীর নিম্নলিখিত বিজ্ঞ অ্যাডভোকেট মহোদয়গণকে জানানো যাচ্ছে যে, ২০২৪ খ্রিস্টাব্দের বাংলাদেশ বার কাউন্সিলের সনদ নবায়ন ও অন্যান্য ফি এবং অএ সমিতির জানুয়ারী ২০২৪ খ্রি. পর্যন্ত যাবতীয় পাওনা আপনাদের নামের সামনে লিখিত দেয়া হলো । উক্ত লিখিত অংকের ধার্যকৃত পাওনা টাকা আগামি ২১ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখের মধ্যে আপনাদের পরিশোধ করা আবশ্যক । ২১ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখের মধ্যে ধার্যকৃত টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে ২১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখের মধ্যে বিলম্ব ফি ব্যতিত সমিতির অফিসে অবশ্যই জমা দেওয়ার জন্য আপনাদিগকে বিশেষভাবে অনুরোধ করা হলো । আপনার উল্লেখিত টাকা নির্ধারিত তারিখের মধ্যে জমা না দেয়ার কারণে কোন সমস্যার সৃষ্টি হলে অফিস কর্তৃপক্ষ কোন প্রকার দায় থাকবে না । প্রকাশ থাকে যে ১৫ – ১১ – ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত সমিতির গ্রন্থাগার হতে নেয়া বই আগামি ২৪/১২/২০২৩ খ্রি. তারিখের মধ্যে সমিতির গ্রন্থাগারে জমা দিতে হবে । বই জমা না দিলে বার কাউন্সিলের টাকা প্রেরণ করা হবে না । বি.দ্র. – এ সমিতির ও বার কাউন্সিলের যাবতীয় পাওনার ব্যাপারে আর কোন নোটিশ দেয়া হবে না । notice / By admin / November 1, 2023 January 14, 2024